রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে উপজেলার লেহেম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিরেন দাস(২০) নামে এক মাদকসেবীকে আটক করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।আটক ব্যক্তি বিরেন উপজেলার গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে।
মঙ্গলবার রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে প্রায় ২০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।এতে ইউএনও রকিবুল হাসান মাদকসেবী বিরেনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি বিরেনকে এদিনেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।