ময়মনসিংহ ব্যুরো : পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ ইটভাটা থেকে ৭৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মহানগরীর মধ্যবাড়েরার পাড় এবং উজান বাড়েরা এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় এই অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর আওতায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া ৩ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৯ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটা থেকে সর্বমোট ৭৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান চলে।তিনি জানান, কোনধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাবে বিগত সরকারের সময় থেকে দীর্ঘদিন যাবত এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। বনের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করায় পরিবেশ বিপর্যয়সহ জীববৈচিত্র এবং কৃষি খাত হুমকির সম্মুখীন হচ্ছিল। স্থানীয়দের নানান অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।