ময়মনসিংহ প্রতিবেদক : ময়মনসিংহে আন্তর্জাতিক বন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
‘বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা অংশ গ্রহণ করেন কৃত্রিম প্রজনন কেন্দ্র শেরপুরের উপ-পরিচালক ড. আবু সাঈদ সরকার, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুজিত কুমার দেবনাথ ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম খান।