ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহে 'নগর গণপরিবহন' অটো চালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে মানুষ

ময়মনসিংহে ‘নগর গণপরিবহন’ অটো চালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে মানুষ

ময়মনসিংহ ব্যুরো : বিভাগীয় শহর ময়মনসিংহের ‘নগর গণপরিবহন’ হিসেবে খ্যাত ব্যাটারি চালিত অটো বাইক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাসপাতাল গামী রোগী ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। সব সড়কে চলাচলের অনুমতির দাবিতে ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে অটোরিকশা না থাকfয় অনেক যাত্রী রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

আব্দুল আলিম নামের একজন শিক্ষক বলেন, সকালে অটোরিকশা না পেয়ে দ্বিগুণ ভাড়ায় রিকশায় চড়ে কর্মস্থলে গিয়েছি। এর সুষ্ঠু সমাধান হওয়া দরকার।

পায়ে হেঁটে পাটগুদাম ব্রিজ থেকে চরপাড়া মোড়ে যাচ্ছিলেন মধ্যবয়সী আমিনুল ইসলাম। তিনি বলেন, অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। তাদেরকে সব সড়কে গাড়ি চালানোর অনুমতি দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ সুশৃংখলভাবে করতে হবে। সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা গেলে যানজট নিয়ন্ত্রণে থাকবে।
এদিকে অটোরিকশা বন্ধ থাকায় রিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি।

অটোরিকশাচালক আব্দুর রহিম বলেন, ধর্মঘটের আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। গাড়ি বন্ধ রাখায় পকেট ফাঁকা। আজ বাজার করতে পারবো না। তবুও দাবি আদায়ের জন্য আন্দোলন করছি।

ময়মনসিংহ জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন বলেন, সব সড়কে গাড়ি চালানোর অনুমতি চেয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করা হয়েছে। এদিন জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় অনির্দিষ্টকালের জন্য সব ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে চালক ও মালিকরা। আমাদের দাবি আদায় না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা না করে ধর্মঘট করছে। বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন চালকরা। পরে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করেন। সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular