ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের যোগদান

ময়মনসিংহে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের যোগদান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে মো: মোখতার আহমেদ মঙ্গলবার (১২ নভেম্বর) যোগদান করেছেন। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এর অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিদায়ী বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার যোগদান করার পর নতুন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার সহ প্রশাসন ও বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় বিভাগীয় কমিশনার তার দায়িত্ব পালনকালে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নবাগত বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ ১৯৮৫ সালে লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮৭ সালে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও থেকে এইচএসসি, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম, ১৯৯৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম, ২০০০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ, ২০০১ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

নবাগত বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ ১৯৯৮ সালের ০২ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল ও জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালে নিয়োজিত ছিলেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কুমিল্লার মেঘনায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হাইমচর, তাহিরপুর ও ধনবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন।

এছাড়া তিনি উপপরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, উপ প্রকল্প পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়, পরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, উপ ভূমি সংস্কার কমিশনার, ভূমি সংস্কার বোর্ড, উপসচিব ও যুগ্মসচিব হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular