গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নুরুজ্জামান সোহেলকে সভাপতি এবং এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহস্পতিবার (১৫ মে) স্বাক্ষর করে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি: মাসুদুর রহমান মাসুদ, মোঃ মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক: শরিফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসেন তালুকদার। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
নুরুজ্জামান সোহেল সভাপতি হওয়ায় রাতেই গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে জাতীয়তাবাদী ছাত্রদল।