ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশময়মনসিংহ বিভাগের নদীর তালিকা চূড়ান্ত করণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগের নদীর তালিকা চূড়ান্ত করণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের নদ-নদীর তালিকা চূড়ান্তকরণ এবং ব্রহ্মপুত্র নদ দখল ও দূষণমুক্তকরণের লক্ষ্যে করণীয় শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগের ১২৪টি নদীর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন সিনিয়র সহকারী সচিব আসমা বিনতে রফিক ও মোঃ আরিফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, ডিএলজি বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ শিহাব উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নেত্রকোনা সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জামালপুর সুমি আক্তার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ময়মনসিংহ সদর নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান প্রিন্স, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ নুরুল হুদা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশবাদী সংগঠনের নেতা অহিদুর রহমান ও জাহাঙ্গীর সেলিম, শিক্ষার্থী তাহমিদ রেদওয়ান, বাসিত আহমদ আকিল প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular