ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষামসজিদভিত্তিক শিক্ষার প্রকল্প চান মউশিক শিক্ষকরা

মসজিদভিত্তিক শিক্ষার প্রকল্প চান মউশিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগেই বকেয়া বেতন বোনাস পরিশোধ, প্রয়োজনে কেন্দ্র হস্তান্তরের সুযোগ প্রদান, শিক্ষক শিক্ষিকার অবসর অথবা মৃত্যুবরণ করলে এককালীন অর্থ প্রদানের জন্য তহবিল গঠনের দাবি জানানো হয়।

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ পাঁচ দাবিতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।

গত রোববার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষকদের গ্রেডভুক্ত করে চাকরি স্থায়ীকরণ, ঈদুল ফিতরের আগেই বকেয়া বেতন বোনাস পরিশোধ, প্রয়োজনে কেন্দ্র হস্তান্তরের সুযোগ প্রদান, শিক্ষক শিক্ষিকার অবসর অথবা মৃত্যুবরণ করলে এককালীন অর্থ প্রদানের জন্য তহবিল গঠনের দাবি জানানো হয়।

উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘ফাউন্ডেশনের শিক্ষকদের কোনোভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়ে যাওয়া যাবে না। আমাদের সব দাবি আদায় না হলে, কাফনের কাপড় পরে সারাদেশের শিক্ষকদের নিয়ে ঢাকায় লং মার্চ কর্মসূচি দেয়া হবে।’

মানববন্ধনে আরো বক্তব্য দেন জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম, মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল আজিজ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular