ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতমহিলাসহ ২ জন মাদক কারবারী আটক

মহিলাসহ ২ জন মাদক কারবারী আটক

জামালপুর প্রতিনিধি: সদরের ডিবি-১ এর বিশেষ অভিযানে ২০ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা বিক্রির সময় মহিলাসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি ডিবি-১ এর ওসি জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিসয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রবিবার রাতে শহরের আবেদিন চক, কথাকলি মার্কেটের শান্তর চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গা হতে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এছাড়া সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের ময়নার মোড় সংলগ্ন গোপিনাথপুরের (পূর্বপাড়া) একটি বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, পৌরসভার হাটচন্দ্রা (পশ্চিমপাড়া) গ্রামের মো. ইব্রাহিম খলিল ছেলে মো. মিনহাজ মেরাজ(২৫) এবং সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের (পূর্বপাড়া) মো. মনোহর আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম(৩৫)।

জানা যায়, জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলামের (পিপিএম,সেবা) নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করেন সদর থানার এসআই মো. আব্দুল আউয়াল ও এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ দল।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মহিলাসহ মাদক কারবারীরা ব্যবসার কথা স্বীকার করেছে এবং উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular