ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক : কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার সকালে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।’ তিনি আরও বলেন, অ‘ন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে।’

সভায় প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।

মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।

ড. ইউনূস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে চায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular