নিউজ ডেস্ক: ঢাকা মহানগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে উজ্জীবিত ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় আজ ০৪/১২/ ২০২৪ তারিখ সরকারি পরিচালক রাহুল সেনের নেতৃত্বে রমনা সার্কেলের এনফোর্সমেন্ট টিম ঢাকা মহানগরীর গুলশান ও পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত কান্ডি, তরল ক্যানাবিনয়েড, ম্যাজিক মাশরুম, মাদক বিক্রয় লব্ধ নগদ টাকা ও বিদেশী মদ উদ্ধারপূর্বক ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য :
১। টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ-১.০৪০ কেজি।
২। টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত ক্যান্ডি-৬০ গ্রাম।
৩। তরল ক্যানাবিনয়েড-৩৮ গ্রাম।
৪। Magic Mushroom- ১৮গ্রাম
৫। বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ-৮.৫ লিটার।
৬। মাদকদ্রব্য বিক্রয় লব্ধ নগদ অর্থ ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা।
আসামীদের তথ্যঃ
১ কাজী মারম্নফুল ইসলাম @ রাজ (২৬), পিতা- কাজী মইনুল ইসলাম, গুলশান-২, থানা- গুলশান, ডিএমপি, ঢাকা।
০২। মোঃ ইসমাইল বেপারী (৩০), পিতা- আবুল কালাম বেপারী, গুলশান-২, থানা- গুলশান, ডিএমপি, ঢাকা।
০৩। সাকিব নঈম (২৭), পিতা- মৃত জুবায়ের নঈম, থানা- ধানমন্ডি, ডিএমপি, ঢাকা।
উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় ০১(এক)টি মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, থাইল্যান্ড ও কানাডা থেকে এসব মাদকদ্রব্য আনয়ন করে। অত্যাধুনিক অ্যাপস ভিত্তিক বিভিন্ন গ্রুপের সদস্যদের কাছে সুকৌশলে মাদক পৌঁছে দেওয়া হয়। গুলশান ও বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার ধনাঢ্য তরুণ- তরুণী এসব মাদকের বিপল উড়তে বিনিময়ে ক্রয় ও সেবন করে।