জামালপুরের মাদারগঞ্জে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল, মাদ্রাসা ও জেনারেল শাখার ৪টি পরিক্ষা কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির দেওয়া হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় জুনাইল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৩ শিক্ষার্থী, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শিক্ষার্থী, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ পরীক্ষার্থী, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসার কেন্দ্রে ২ পরীক্ষার্থীকে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, আব্দুর রহমান, নাসরিন আক্তার ও শাহিনুর আলম। তাঁর তিনজনে ৩ কেন্দ্র পরিদর্শককে দায়িত্ব পালন করতেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন, শিক্ষার মান রক্ষা এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।