ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমাদারীপুরআশা’র ঝড়ে পড়া শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময় সভা

আশা’র ঝড়ে পড়া শিক্ষার্থীর অভিভাবকদের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি :  বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত মাদারীপুর ডাসার বাজার ব্রাঞ্চের আড়িয়াল খাঁ শিক্ষা কেন্দ্রে ঝড়ে পড়া শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় ডাসার বাজার ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার এর সভাপতিত্বে অভিভাবক সভায় প্রধান অতিথি ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা খুলনা বিভাগের সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, আশা মাদারীপুর জেলার এডুকেশন অফিসার মোঃ মনির হোসাইন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার সাবিত্রী ভৌমিক, ৪নং ওয়ার্ডের মেম্বার বিধান সরকার, অভিভাবক কমিটির সদস্য, শিক্ষা সেবিকা ও অভিভাবকবৃন্দ।

বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে। এতে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হবে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।

এসময় আশা শিক্ষা কর্মসূচি নিয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের মতামত ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular