ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিমাদারীপুরে ডিমের চড়া দাম

মাদারীপুরে ডিমের চড়া দাম

মাদারীপুর প্রতিনিধি : অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ডিমের দামের লাগাম টানতে মাদারীপুরের পাইকারি মার্কেটে অভিযান চালিয়ে চার পাইকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১২ আগস্ট) সকালে শহরের পুরাতন বাজারে এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন মাহমুদ ও জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদৌস ।

এ সময় মূল্যাতালিকা, ক্রয় রশিদ ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় হজরত শাহজালাল ট্রেডার্সকে ৫ হাজার ও শাহ মাদার ট্রেডার্সকে ৫ হাজার ও শাওন এন্টারপ্রাইজকে ৫ হাজার ও একটি কাচাঁমাল দোকানকে ৫ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাজারের অন্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের পর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন মাহমুদ জানান, মাদারীপুরে ডিমের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের কারণে ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তাই তাদের বিরুদ্ধে তদার‌কিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।

এরপরও কোনো রকম কারসাজি পাওয়া গেলে আরও বেশি জরিমানা করা হবে বলেও জানান সহকারী কমিশনার ও ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

উল্লেখ,গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়, অর্থাৎ হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা।এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে।হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।সোনালী মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular