ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদমাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলা, জাবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলা, জাবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি : ঢাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা’, ‘চব্বিশের চেতনা, পুলিশি রাষ্ট্র না’, ‘বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসবাদের তাবেদার’, ‘টাকা যার শিক্ষা তার, এই নীতি মানি না’, ‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে’ ‘মাদ্রাসা শিক্ষা জাতীয়করণ, করতে হবে করতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এসময় দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘পুলিশের সংস্কারে স্বৈরাচারী কাঠামো থেকে বের হওয়া জরুরি। কিন্তু এখনো সেটি হয়নি। পুলিশ একদিকে কিছু মিছিলকে সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে অন্য মিছিলে জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল প্রয়োগ করছে। কোনো সভ্য রাষ্ট্রে এমন বলপ্রয়োগ অগ্রহণযোগ্য। আমরা ঢাকায় মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই।’

ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, ‘আমরা ভেবেছিলাম হাসিনা সরকারের পতনের পর নিপীড়নের চিত্র আর দেখব না। কিন্তু ইন্টারিম সরকার আসার পরও সেই নিপীড়ন অব্যাহত রয়েছে। শ্রমিকরা মজুরির দাবিতে রাস্তায় নামলে তাদের উপর গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পুলিশি বাহিনীর কাঠামোগত সংস্কার এখনো হয়নি, এবং হামলায় জড়িত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। সরকারকে হুশিয়ারী করে তিনি বলেন, যদি এ সরকার জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে ছাত্র-শিক্ষক ও জনতা মিলে এ সরকারকেও বিদায় করতে বাধ্য হবে।’

উল্লেখ্য, রোববার দুপুরে রাজধানীর শাহবাগে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular