ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষামাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি কতদিন?

মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি কতদিন?

নিউজ ডেস্ক:  দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের (২০২৫ সাল) বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা করা হয়েছে। এতে ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। এর পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। দুর্গাপূজায় ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

অন্যদিকে প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

এর আগে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয় গত ২২ অক্টোবর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular