ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: আটোয়ারীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার তোড়িয়া ইউনিয়নের চারটি পয়েন্টে প্রায় শতাধিক কম্বল দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিতরন করা হয়। মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মো:আরিফুল ইসলাম আরিফ।

আরিফ বলেন,মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সামাজিক সেবা মুলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবায় ব্রত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে জনকল্যাণ মূলক ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। দারিদ্র্যের কষাঘাতে বেঁচে থাকার তাগিদে যারা সংগ্রামকে জীবন মনে করে তাদের মাঝে অন্ন,বস্ত্র,চিকিৎসা সহ মানবিক অধিকার গুলো সহজলভ্য করাই এ সংগঠনটির মূল উদ্দেশ্য।

মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব মো: ওয়ালিউল্লাহ ( শিক্ষা ক্যাডার) বলেন ,শীতে সবচেয়ে বেশী কষ্ট ভোগ করেন হতদরিদ্ররা। তাদের এ কষ্ট লাঘবে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। উক্ত বিতরন কর্মসূচিতে উপস্থিতি ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সহঃ সাধারন সম্পাদক হাফেজ মোঃ সরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ আমির হোসেন,উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল করিম, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক মোঃ ইসারুল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular