ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমানুষ যে স্বপ্নে যুদ্ধ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি : নজরুল ইসলাম...

মানুষ যে স্বপ্নে যুদ্ধ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি : নজরুল ইসলাম খান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,১৯৭১ সালে যারা হানাদার বাহিনীর আক্রমণে জীবন দিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছে। কয়েক বছর পর স্বাধীনতার সুবর্ণ ফসল হারিয়ে যায়। যাদের কাছে দেশের মানুষ গণতন্ত্র আশা করেছিল, তারা বাকশাল কায়েম করেছিল। সেই বাকশালের কায়েমের ওপর যিনি গণতন্ত্র রচনা করেছিলেন তিনি শহীদ জিয়াউর রহমান।

তিনি জামালপুরের ইসলামপুরে (১৭ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় কুলকান্দি সামছুন্নাহান উচ্চ বিদ্যালয় মাঠে কুলকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন- মনে রাখতে হবে বিএনপি নেতাকর্মীদের আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম, বিগত জুলাই-আগস্টেও যে লড়াই হলো, তা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে আমরা ফ্যাসিবাদের গোরস্থানে গণতন্ত্রের বাগান রচনা করতে চাই। এর নেতৃত্ব দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু,সাধারন সম্পাদক নুরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজলা,ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular