জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আমদানিকৃত আতপচাল নিয়ে mv GOLDEN STAR জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
শুক্রবার ১৭, জানুয়ারি জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে mv GOLDEN STAR জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মায়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে।এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।