ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনমারা গেছেন অভিনেতা শাহবাজ সানী

মারা গেছেন অভিনেতা শাহবাজ সানী

বিনোদন ডেস্ক : ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু হয় সানীর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে অভিনেতা অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন শাহবাজ সানী। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকী পরিচালিত ‘আব্দুল্লাহ’ নাটকে তিনি প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

অল্প সময়ের মধ্যেই দর্শক পরিচিতি পাওয়া সানীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’, ‘নোয়াখাইল্লা’ ইত্যাদি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular