ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষমালপুরে পানি পরিশোধন প্রকল্পের সভা অনুষ্ঠিত

মালপুরে পানি পরিশোধন প্রকল্পের সভা অনুষ্ঠিত

পানিতে মিশ্রিত বিভিন্ন অবাঞ্ছিত উপাদান পৃথক করার পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ও রাসায়নিক উপাদান দূরিভূত করার কৌশল সম্পর্কে জনমানুষকে সচেতন করার লক্ষ্যে পানি পরিশোধন প্রকল্পের অবহিতকরণ সভা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। পিএন্ডজি পানি পরিশোধন পাউডারের ব্যবহারবিধি, উপকারিতা এবং এর সুদূরপ্রসারী প্রভাব সম্বলিত ধারণা পত্র উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমের টিপি ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকশানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, ওয়ার্ল্ড ভিশন এরিয়ার প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন, নগর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, নগর উন্নয়ন ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসহ ৬০ জন প্রতিনিধি অংশ নেন।

সভাসূত্র জানা যায়, পিএন্ডজি পানি পরিশোধন পাউডার একটি রাসায়নিক মিশ্রন যা প্রতিকুল পরিস্থিতিতে পানযোগ্য পানির প্রাপ্যতা নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এটি পানি পরিশোধনের একটি সহজ ও স্বল্পব্যয়ী কৌশল। দুর্যোগকালিন এটি একটি কার্যকরী প্রক্রিয়া। যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পানি পরিশোধন করে পান করা সম্ভব। যত ময়লাযুক্ত পানিই হোক পিএন্ডজি পাওডার পানিতে ৫ মিনিটি রেখে পরিস্কার কাঠির সাহায্যে নাড়িয়ে তা ২০ মিনিট পর পান করা যাবে। এটা বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া।

পিএন্ডজি পানি পরিশোধন পাউডার ব্যবহারবিধি সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আপামর মানুষের মাঝে ধারণা পৌছে দিতে উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular