ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিঠামইনে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মোটরসাইকেল উদ্ধার

মিঠামইনে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মোটরসাইকেল উদ্ধার

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বিগত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের সময় উপজেলা ঘাগড়া ইউনিয়নের হোসেন পুর গ্রামের সাবেক ডি,আই,জি হারুন অর রশিদ এর প্রেসিডেন্ট রিসোর্টে রয়েল ইনফিল্ড ক্লাসিক, ৩৫০ সি সি একটি মোটর সাইকেল অক্ষত অবস্থায় রিসোর্টের পড়ে থাকতে দেখে ছাএ আন্দোলনের সদস্যরা।যার লট নং ৩৩৬/১১।

ঐ মডেলের গাড়িটি গত ৭ ই অক্টোবর মিঠামইন হেলিপ্যাডের নিকট বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের সদস্যরা দেখতে পেয়ে আটক করে এবং প্রকৃত মালিকানা ও বৈধ কাগজ পএ রয়েছে কিনা যাচাই করে দেখার জন্য গাড়িটি মিঠামইন থানায় হস্তান্তর করেন।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের সদস্য মো: রাসেল শিকদার বাদী হয়ে মিঠামইন থানায় একটি আবেদন করেন।আবেদনে একই উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের ইসলাম পুর গ্রামের এনামুল হক, পিতা কাশেম মিয়াকে বিবাদী করা হয়।বাদী জানায়,বিভিন্ন সময় উক্ত কাশেম চুরাই গাড়ি এলাকায় এনে বিক্রি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত।

অনেক সময় বাহির থেকে গাড়ি এনে এলাকায় ভুয়া কাগজ তৈরি করে বিক্রি করার ঘঠনাও ঘটেছে বলে বিভিন্ন সূএ থেকে জানতে পারে। বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের সদস্যদের দাবী প্রকৃত মালিককে কাগজ পএ যাচাই করে গাড়িটি হস্তান্তরের কথা বলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular