বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোহাম্মদ আব্দুল্লা আল মামুন এর নেতৃত্বে ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাহির হয়।উপজেলা পরিষদের সামনে থেকে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাব মাঠে এসে শেষ হয়।অন্য দিকে ক্লাব মাঠে বর্ষ বরণ উপলক্ষে লোকজ গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ ছাএী, শিক্ষক বৃন্দ,গণ্যমান্য ব্যাক্তি বর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান,পুলিশ সুপার হাসান চৌধুরী,জেলা কৃষি উপপরিচালক সাদিকুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা গণ গ্রামীণ মেলা পরিদর্শন করেন।জেলা প্রশাসক ফৌজিয়া খান গ্রামের তরুণীদের হাতের বিভিন্ন প্রকার পিঠা খেয়ে প্রশংসা করেন।পরে জেলা প্রশাসক হাওরে ফসলকর্তন অনুষ্ঠানে যোগ দেন।অন্য দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বাহির হয়।শোভাযাত্রায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে ডরমেটরীতে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।