ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমিঠামইনে শহীদ জিয়া পরিষদের আনন্দ মিছিল

মিঠামইনে শহীদ জিয়া পরিষদের আনন্দ মিছিল

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:- কিশোরগঞ্জের মিঠামইনে শহীদ জিয়া পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে, মিঠামইনে আজ শুক্রবার দুপুরে উপজেলার সদরে ইউনিয়নের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল প্রদক্ষিণ করে। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সামাজিক সংগঠন ‘শহীদ জিয়া পরিষদ’ মিঠামইন উপজেলা শাখা গঠিত হয়েছে।

গত ১৫ অক্টোবর শহীদ জিয়া পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত, ১৭ সদস্যের মিঠামইন উপজেলা কমিটি ঘোষনা করে। মিঠামইন উপজেলা কমিটি ঘোষণায় দেশনায়ক তারেক রহমান, শহীদ জিয়া পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি পিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক রাকিব প্রধানীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল শেষে পথসভা করে মিঠামইন শহীদ জিয়া পরিষদ।

এসময় সংগঠনের সভাপতি বিজয় কর রতন, সাধারণ সম্পাদক ফারহান সিকদার পরাগ, সিনিয়র সহ-সভাপতি হাসান মোহাম্মদ ফয়সাল, সিনিয়র সাধারণ সম্পাদক তারিফ সিদ্দিক রিয়াদ, প্রচার সম্পাদক বাবলু রহমান সানোয়ার, সাংগঠিন সম্পাদক টুটুল সিকদার, গোলাম কিবরিয়া, সজিব হাসান, নিরয় সিকদার, নাদিম হোসেন, সোহেব ভূইয়া, নাইম সিকদার, মোহাম্মদ জাকারিয়া, মোঃ রাসেল মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা পতনের পর এ দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে। সামনের দিনে শহীদ জিয়ার আর্দশে গড়া হবে নতুন বাংলাদেশ। যেখানে মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার বাস্তবায়ন হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular