ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর খান বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপির মহাসচিব। দুই দিন যাবৎ খারাপ লাগছিল তাঁর। গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শায়রুল কবীর খান বলেন, ‘আমি মাত্রই খোঁজ নিয়ে এলাম। বিএনপির মহাসচিব আজ অনেকটা সুস্থ অনুভব করছেন। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে; সেই সঙ্গে অনুরোধ, হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular