চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৯ শতাংশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একইসঙ্গে মূল্যস্ফীতির হার ৯.৭ শতাংশ থেকে বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৯ এপ্রিল) ঢাকায় এডিবির কান্ট্রি অফিসে এক সংবাদ সম্মেলনে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২৫’ প্রকাশ উপলক্ষ্যে এই পূর্বাভাস তুলে ধরা হয়।
এডিবি জানায়, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিরতা বিবেচনায় তারা পূর্ববর্তী পূর্বাভাস সংশোধন করেছে। তবে আশাবাদ ব্যক্ত করে সংস্থাটি বলেছে, আগামী অর্থবছরে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।