কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পাল্টাপাল্টি উন্মাদনায় ঝড় তুলেছে জেমিনি আর চ্যাটজিপিটি। এবার দুই নির্মাতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মার্ক জাকারবার্গ। নির্মাতা প্রতিষ্ঠান মেটা কিছুদিন আগে উদ্ভাবন করেছে নতুন এআই মডেল ‘লামা’ ফোর সংস্করণ।
মডেলটি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর ওয়েবে মেটা এআই সম্পাদনাকে দ্বিগুণ শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা বলছেন, লামা সরাসরি ওপেনএআইর চ্যাটজিপিটি আর গুগল জেমিনিকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি করবে। নতুন মডেলে কী কী থাকছে, তা নিয়ে প্রশ্ন আসা স্বাভাবিক।
লামা ফোর মডেল সিরিজের দুটি সংস্করণের ঘোষণা দিয়েছে। যার মধ্যে স্কাউট ও ম্যাভেরিক সংস্করণ রয়েছে। দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট আর হাগিং ফেস থেকে ডাউনলোড সুবিধা পাওয়া যাবে। উদ্ভাবিত দুটি মডেল চীনের এআই ‘ডিপসিক’ মডেলকে সরাসরি চ্যালেঞ্জ করছে।
নব্য দুটি সংস্করণ মিক্সচার অব এক্সপার্টস নামে মেশিন লার্নিং প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত। হালকা ও কমপ্যাক্ট মডেলের সংস্করণ এটি স্কাউট, যা মূলত একক এনভিডিয়া এইচ১০০ জিপিইউতে সহজেই নিজের কার্যক্ষমতা প্রদর্শন করতে পারে। ছোট্ট প্রম্পটে দ্রুত কাজ করতে পারে এমনিভাবে একে ডিজাইন করা। অন্যদিকে, দুর্দান্ত শক্তিশালী আর মানোন্নত মডেল ম্যাভেরিক, যা ওপেনএআই জিপিটি-ফোরও আর গুগল জেমিনি ২.০ ফ্ল্যাশের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করার জন্যই ডিজাইন করা। বিশেষ বৈশিষ্ট্য মাল্টিমডাল। ছবি ও ভিডিও ডেটা বুঝতে আর তা দ্রুত প্রক্রিয়া করতে পারদর্শী। মডেলটি টেক্সট আর ভিজ্যুয়াল দুই বিষয়ের সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে সক্ষম।
উদ্ভাবনী মেটা এখন আরেকটি শক্তিশালী মডেল লামা ফোর সিরিজের বেহেমথ সংস্করণ উন্নয়নে কাজ করছে। জাকারবার্গ একে সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে উল্লেখ করেছেন। মেটার দাবি, লামা হবে সময়ের সবচেয়ে স্মার্ট এলএলএম ভাষার অন্যতম এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এমন প্রতিযোগিতা অদূর ভবিষ্যতে অদেখা সভ্যতার কথাই বলছে।