ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনারায়ণগঞ্জমোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ ১০পাইপ এলাকা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নামের এক (১৮)শিক্ষার্থী নিহত এবং আরমিন নামের একজন আহত রয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের বন্ধু মিরাজ বলেন, নিহত দ্বীন ইসলাম আল বালাক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী,দুপুরের দিকে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০পাইপ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।এতে মোটরবাইকে থাকা আরমিন ও দ্বীন ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়।পরে দিন ইসলামকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মোঃহারুন সর্দারের সন্তান।নিহতরা চার ভাই বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular