নিজস্ব প্রতিবেদক: ১৪ জুলাই ২০২৫, সোমবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ও গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্বরণে শোকসভা ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা , ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সংবিধাণ প্রণেতা, গণফোরাম প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস ড. কামাল হোসেন।
সম্প্রতি প্রয়াত রাজনীতিবিদ মোস্তফা মোহসীন মন্টুর স্মরণে আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন স্মৃতিচারণ করে বলেন, “ছাত্রজীবন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে গণফোরাম প্রতিষ্ঠার দীর্ঘ যাত্রায় মন্টু আমার পাশে থেকে সাহসের সাথে লড়াই করেছেন। তিনি জনগণের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলেন।”
তিনি আরও বলেন, “আজ দেশে যখন গণতন্ত্রের সংকট চলছে, তখন মন্টুর মতো ত্যাগী নেতার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করছি। তিনি বিশ্বাস করতেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো একটি গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তিনি আজীবন কাজ করে গেছেন।”
ড. কামাল হোসেন দেশের তরুণ প্রজন্মকে মোস্তফা মোহসীন মন্টুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মন্টুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তখনই, যখন আমরা তার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন এবং প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।