ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমৌলভীবাজারমৌলভীবাজারে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

মৌলভীবাজারে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার : রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভিডিপির মৌলিক প্রশিক্ষণের উ‌দ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো: জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন, উপজেলা আনসার ও ভি‌ডি‌পি কর্মকর্তা মোঃ শরীফ উ‌দ্দিন, উপ‌জেলা প্রশি‌ক্ষিকা, উপ‌জেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ইউ‌নিয়ন আনসার কমান্ডার।

প্রধান অতিথি মো: জিয়াউল হাসান বলেন, প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্ভুদ্ধ করতে হবে।

সকল প্রশিক্ষণার্থীদেরকে আনসার ও ভিডিপি ক্লাব সমিতির মাধ্যমে নিজস্ব অঞ্চলভিত্তিক সামষ্টিক উদ্যোগ গ্রহণে করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রেরণা দেন তিনি। বাহিনী ও দেশের কল্যাণে নিবেদিত সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সকলকে উৎসাহ প্রদান করেন।

এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বিশেষ করে নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, সকল প্রশিক্ষণার্থী যেন সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য সবাইকে আহবান জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular