পঞ্চগড় প্রতিনিধি : যথাযথ মর্যাদায় ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পঞ্চগড় পাক হানাদানবাহিনী মুক্ত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি আলোচনা সভা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শুক্রবার সকালে জেলা কালেক্টর চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা চত্ত¡রের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের স্মরনে মোনাজাত করা হয়।
পরে একটি র্যালি নিয়ে পঞ্চগড় জেলা পরিষদের সামনে বধ্যভ‚মিতে এসে শেষ হয়। পরে সেখানে বধ্যভ‚মিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।