ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাযুক্তরাষ্ট্রে ফুটবল জনপ্রিয় হয়েছে মেসির জন্যই : বেকহ্যাম

যুক্তরাষ্ট্রে ফুটবল জনপ্রিয় হয়েছে মেসির জন্যই : বেকহ্যাম

নিউজ ডেস্ক : ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম বলেছেন, ইন্টার মায়ামিতে লিওনেল মেসিকে খেলানো গর্বের। তার জন্যই ইউরোপের মতো আমেরিকাতেও এখন জনপ্রিয়তা অর্জন করেছে ফুটবল। যে লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেছিলেন তা পূরণ হয়েছে বলেও মনে করেন এই ইংলিশ কিংবদন্তি।

শেষ বয়সে মেজর লিগ সকারে (এমএলএস) নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। তার চুক্তিটা এমন ছিলো, প্লেয়িং ক্যারিয়ার শেষ হবার পর এমএলএস’র কোনো একটা দলের মালিকানা হবে তার। সারা জীবন ক্লাবের মালিক হওয়ার স্বপ্ন দেখা বেকহ্যাম সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন ইন্টার মায়ামির পক্ষে বাজি ধরে।

ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘আমি সব সময় ক্লাবের মালিক হতে চাইতাম। এ জন্যই আমি আমেরিকা চলে আসি। কারণ আমার চুক্তিটাই ছিলো এমন। মৌসুম শেষে একটা ক্লাবের মালিকানা পাওয়া। আমি মায়ামির কথা আগেই ভেবে রেখেছিলাম। অনেকে আমাকে বলেছিলো কঠিন সিদ্ধান্ত। তবে আমি আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম।

ক্লাবের মালিকানা পেলেন, স্বপ্ন পূরণ হলো। কিন্তু কিছুতেই সফলতার মুখ দেখতে পারছিলেন না ডেভিড বেকহ্যাম। কারণ ক্লাব হিসেবে একেবারেই গড়পড়তা ছিলো ইন্টার মায়ামি। তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তার অভাব। বেকহ্যাম খুঁজতে থাকলেন তুরুপের তাস। অবশেষে সেটা পেয়ে গেলেন কাতার বিশ্বকাপের পর। পিএসজি থেকে মেসিকে উড়িয়ে এনে।

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে আসছে মৌসুম শেষে। তবে এরই মধ্যে মিলেছে চুক্তি বাড়ানোর খবর। বেকহ্যাম ভালো করেই জানেন, তার স্বপ্ন কেবল একজনই বাঁচিয়ে রাখতে পারেন। সেটা লিওনেল মেসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular