নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে (৪৪) গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার দুপুরের দিকে নবীনগর সদর বাজারের লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রিপন নবীনগর উপজেলা ছাত্রীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবলীগ নেতা রিপনকে মামলাসহ দুটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।