ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতযৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই নয়

যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই নয়

বিশেষ প্রতিনিধি, ঢাকা: আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ এর ২০তম সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই করবে না।

৮ এপ্রিল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় শ্রম সচিব এ কথা বলেন। সভায় গত ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও ছুটির বিষয়ে গৃহীত পদক্ষেপের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে শ্রমিক ও মালিকপক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর নির্দেশনায় এবং আরএমজি টিসিসি সদস্যদের পরামর্শ মোতাবেক আজকের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মালিকপক্ষ যৌক্তিক কারণ ছাড়া শ্রমিক ছাঁটাই করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শ্রম সচিব আরও বলেন, TNZ লি: কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ এর ২০তম সভায় জানিয়েছেন তাদের ফ্যাক্টরিসমূহ বন্ধ ঘোষণা করেছেন। শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরির সকল শ্রমিকের যাবতীয় পাওনাদি পরিশোধ করনে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সার্বিক পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব (শ্রম)-কে আহ্বায়ক করে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধি, সংশ্লিষ্ট কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধি, শ্রমিক সংগঠন, জেলা প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ২২ এপ্রিল ২০২৫ এর মধ্যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধে কর্তৃপক্ষের গৃহীত কার্যক্রমের উপর সুনির্দিষ্ট প্রতিবেদন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করবে। প্রতিবেদন দাখিলের পর TNZ লি: এর মালিকপক্ষ যদি শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধে ব্যর্থ হয় তবে কারখানা মালিক শাহাদাত হোসেন শামীম ও তার প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হবে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular