ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরংপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

রংপুরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক:  নতুন পানিতে সফর এবার এই স্লোগানকে সামনে রেখে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে রংপুরে।

রোববার বিকেলে সিটি বাজারস্থ রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এই রজতজয়ন্তী উৎসবের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ ও যুগান্তর রংপুর ব্যুরো অফিস। এতে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা যুগান্তরের রজত জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ পথ অতিক্রম করে নানা ঘাত-প্রতিঘাত, রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের সন্ধানে অবিচল থাকা যুগান্তর ২৬ বছরে পদার্পণ করেছে। তারা প্রত্যাশা রাখেন, আগামিতেও যুগান্তর যেনো সত্যানুসন্ধানে অবিচল থাকে। সাংবাদিকদের আর্থিক নিশ্চিতের জোর দাবি জানান।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত ও দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিনের প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাঈদ আজিজ চৌধুরী, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চুন্নুু, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির আহবায়ক কবি বাদল রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম চান, রংপুর প্রেসক্লাবের সাবেক সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, রংপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক লাবনী ইয়াসমীন লুনী, ক্রীড়া সম্পাদক মেজবাহুল হিমেল, কার্যকরি সদস্য সেলিম সরকার, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের প্রধান সমন্বয়ক এসএম জাকির হোসাইন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আদর রহমান, দৈনিক যুগান্তর রংপুর অফিসের স্টাফ ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, পীরগাছা রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, আমাদের প্রতিদিনের বার্তা সম্পাদক বোরহান কবির বিপ্লব, যুগান্তরের গঙ্গাচড়া প্রতিনিধি নুরুল হুদা নাহিদ প্রমুখ। এসময় রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সাংবাদিক ফাহাদ হোসেন, রাশেদ রাব্বী, রিয়াদুন্নবী রিয়াদ, রকি আহমেদ,সহ রংপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular