ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঠাকুরগাঁওরমজানের পবিত্রতা রক্ষার্থে রাণীশংকৈলে জামায়াতের স্বাগত মিছিল

রমজানের পবিত্রতা রক্ষার্থে রাণীশংকৈলে জামায়াতের স্বাগত মিছিল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে যুব বিভাগ ও উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মিছিলটি পৌরশহরের কুয়েত মসজিদ থেকে বের হয়ে পৌর শহরের মূল সড়ক দিয়ে শিবদিঘি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্বাগত মিছিল নেতৃত্ব দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, নায়েবি আমির মিজানুর রহমান মাস্টার,সেক্রেটারী মাওলানা রজব আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন বিশ্বাস। এছাড়াও মিছিলে নন্দুয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন, প্রভাষক আনোয়ারুল ইসলামসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির,যুব বিভাগ, শ্রমিক ফেডারেশনসহ জামায়াতের সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী স্বাগত মিছিল অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায়-দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ,বেপর্দা-বেহায়াপনা বন্ধ,পবিত্র সিয়াম সাধনার ব্রতী এবং দুস্থ মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular