ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরমজানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল

রমজানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে গাজায় ছয় সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল।

আলজাজিরার প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে সম্মতির কথা জানানো হয়।

শনিবার (১ মার্চ) থেকে গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে, ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার ১২ এপ্রিল শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এই দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই মার্কিন মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ১৯ জানুয়ারি প্রথম দফায় ৪২ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সময় হামাস ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ও ৮ জন ইসরায়েলির মরদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

প্রথম দফার যুদ্ধবিরতির শেষ দিন ছিল গতকাল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নতুন সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাবে সম্মতির কথা জানানো হয়। তবে এই চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

জানা গেছে, ইসরায়েল দ্বিতীয় ধাপের পূর্ণ যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। তারা কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায়। অন্যদিকে, হামাস এই প্রস্তাবের বিরোধিতা করছে এবং মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় দফার আলোচনা শুরুর ওপর জোর দিচ্ছে।

নিয়ম অনুযায়ী, প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল আলোচনায় অংশ নিতে দেরি করে। অবশেষে বৃহস্পতিবার ইসরায়েল প্রতিনিধিদল কায়রোতে পাঠায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular