ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষরাঙ্গামাটি রাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স

রাঙ্গামাটি রাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স

আহমদ বিলাল খান: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেইফটি এবং বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভ্যাল আয়োজন করতে যাচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিন দিনব্যাপী (১৬ থেকে ১৮ মে ২০২৫) চলবে এই আয়োজন। এতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা।

মঙ্গলবার (১৩ মে) সাড়ে ১০টায় রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, এই আন্তর্জাতিক কনফারেন্স ও কার্নিভ্যাল বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। বিশ্বমানের গবেষণার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের সংযুক্ত করতে এটি গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

তিনি বলেন, কনফারেন্সে অংশ নেবেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, যিনি উদ্ভাবনী গবেষণায় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পাশাপাশি থাকবেন বিদেশি অতিথিরাও।
এ আয়োজনকে সফল করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সংশ্লিষ্ট সব বিভাগকে সহযোগিতার আহ্বান জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কনফারেন্স চলাকালীন সময় শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, পোস্টার প্রদর্শনী এবং বিভিন্ন সেশনে দেশীয় উদ্ভাবনের বিষয়গুলো তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, ডিন ধিমান শর্মা, অধ্যাপক সূচনা আক্তার এবং ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular