রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের সফুরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা পার্শ্ববর্তী হরিপুর উপজেলায় সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে হরিপুর উপজেলার কামাড়পুকুর মিলন বাজার এলাকায় পাকা রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা দুর্ঘটনার শিকার হন। নিহত সফুরা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের মৃত ইসাহাক আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মোকলেসুর রহমান বলেন, ঘটনার দিন বিকালে ওই বৃদ্ধা মিলন বাজার এলাকায় পাকা রাস্তা পার হচ্ছিল এসময় হরিপুর থেকে একটি পিকআপ ও মোটরসাইকেল পাশাপাশি রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল, বৃদ্ধা পিকআপটিকে অতিক্রম করতে পারলেও পরে দ্রুতগামী মোটরসাইকেলটি এসে সজোরে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হয়ে তার একটি পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মৃতের ছেলে সবির আলী জানান,আমার মা জন্ডিস রোগের চিকিৎসার জন্য গ্রাম্য কবিরাজকে দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সড়কে দুর্ঘটনার শিকার হয়। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, চিকিৎসা শুরুর আগে তিনি মারা যান।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।