ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে ইউনিয়ন পরিষদের বাতিল ঠেকাতে মানববন্ধন

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদের বাতিল ঠেকাতে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের বাতিল ঠেকাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ ইউনিয়নের ৯৬ জন ইউপি সদস্য সদস্যাদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৌরশহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এসে মানববন্ধন করেন। এ সময় তাদেরকে পাঁচ বছর মেয়াদের আগে যেন সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তফিজুল ইসলাম, পেয়ারা খাতুন, আনসারা বেগম, বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী, কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন দলমত নির্বিশেষে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের এপদ থেকে অব্যাহতি দেওয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের সদস্যগণ আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular