ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রায় এক হাজার নারী পুরুষের উপস্থিতিতে আলোচিত নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তা মৌড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের, স্ত্রী বাদী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল,বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় জিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলামসহ অনেকে। এ সময় নিহতের স্ত্রী ও স্বজনরা বলেন, পুলিশের গড়িমসির কারণে আসামি ধরা হচ্ছেনা। তারা আরো বলেন, এ হত্যার বিচারের আগেই নেতারা বিষয়টি মিমাংসা করার তৎপরতা চালাচ্ছেন। সেইসাথে তারা মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, গত শনিবার (১মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ দূর্লভপুর বামনবাড়ী এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় ইমাম খায়রুলের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।

নিহত খায়রুল ইমামতির পাশাপাশি নেকমরদ বামনবাড়ি শামসুদ্দিনের হাস্কিং মিলে নৈশপ্রহরী হিসাবে কাজ করতেন। হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, মামলার আসামিরা অজ্ঞাতনামা হওয়ায় তাদের এখনো শনাক্ত করা যায়নি, দ্রুত শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular