রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ খ্রি.উদযাপন উপলক্ষে র্যালি, সংক্ষিপ্ত আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,কৃষি অফিসার সহীদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, থানার (ওসি)তদন্ত রফিকুল ইসলাম রফিক,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, তারেক মাহমুদ, মো.হাবিব, মো.ওয়াকিল ও মো.জসিম, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রদক্ষিণ শেষে র্যালিটি রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএনও অনুষ্ঠানের কর্মসূচির বর্ণনা দেন। শেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।