রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে রোববার (১৯ জানুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি চৌকস টিম ৩ মাদকসেবিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকসহ আটক করে।
আটককৃতরা হলেন- মহলবাড়ি গ্রামের রাশেদের ছেলে সাগর(২২)ভবানন্দপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আরমান আলী (১৯)ও বাজেবাকসা গ্রামের মৃত রঞ্জিত কুমারের ছেলে শান্ত কুমার (৩৫)।এদিনেই পৌর শহরের জুঁই ফিলিং স্টেশন থেকে ইয়াবা সেবনের দায়ে আটক সাগরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও রকিবুল হাসান। বাকী দুজনের নামে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এবং এদিনেই তিন জন আসামিকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে বলে,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক নিশ্চিত করেছেন।