রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহর শিবদিঘি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আবুল হোসেনের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মুকুলকে সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় পৌরশহরের শিবদিঘি কাঁচা বাজার মার্কেটে রাণীশংকৈল উপজেলাবাসি এক গণসংবর্ধনার আয়োজন করেন। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম,নায়েবি আমির মিজানুর রহমান মাস্টার,সেক্রেটারি রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এন্তাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ফরিদ,সুপ্রিম কোর্টের আইনজীবি কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মতিন বিশ্বাস,সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান,জামায়াতে ইসলামীর যুবনেতা মোকাররম হোসেন,প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, শ্রমিকনেতা, শিক্ষক, আইনজীবী, গণমাধ্যমকর্মি
ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে কৃতি সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।