ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুররানীগঞ্জে গাছ বিক্রির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

রানীগঞ্জে গাছ বিক্রির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটিকে না জানিয়ে অবৈধভাবে স্কুলের বাগান থেকে ৪টি ইউকিলিপটাস গাছ কেটে বিক্রি করে দিয়েছে মোকলেছুর রহমান ও সূর্য্য কমল বসাক নামে ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষক। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ রিয়াজুল ইসলাম বাদী হয়ে দিনাজপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২১৩/২৫।

আদালত মামলাটি আমলে নিয়ে দিনাজপুর কোতয়ালি থানার ওসিকে (তদন্ত) প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায় দীর্ঘ ২০ বছর আগে রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল এন্ড কলেজের প্রাচীরের বাইরের জায়গায় স্কুল কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৭০/৮০ টি ইউকিলিপটাস গাছ রোপন করা হয়েছিল। বর্তমানে এসব গাছ অনেক বড় হয়েছিল। গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে দুপুর আনুমানিক দেড় টার সময় আসামীদ্বয় ৫/৬ জন অজ্ঞাতনামা লোক ও করাত, সাবল, বাঁশ ইত্যাদি নিয়ে স্কুলের বাইরে ইউকিলিপটাস বাগানে ঢুকে করাত দিয়ে ইউকিলিপটাস গাছ কাটার প্রস্তুতি নিয়েছে।

এমন খবর পেয়ে বাদি স্বাক্ষীসহ বাগানে গিয়ে দেখতে পান যে, ট্রাক্টরে করে গাছ ও গাছের ডালপালা নিয়ে চলে যাচ্ছে। বাদী ট্রাক্টরটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু চালক ট্রাক্টর নিয়ে দ্রুত চলে চলে যায়। এ সময় বাদী ও স্বাক্ষীগণ আসামীদেরকে ঘটনাস্থলে দেখতে পেয়ে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর না দিয়ে বাদিকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটারসাইকেলযোগে দ্রুত চলে যায়। গাছ কাটার ব্যাপারে আসামীদ্বয় স্কুলের ম্যানেজিং কমিটি ও বন বিভাগ থেকে কোন অনুমতি নেয়নি।

পরবর্তিতে বাদী স্কুলের কমিটির সদস্য ও শিক্ষকদের সাথে আলোচনা করে আদালতে মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত সাপেক্ষে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বাদি মোঃ রিয়াজুল ইসলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular