নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে নব ঘোষিত উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর কয়েক সহস্ত্র নেতাকর্মীদের অংশগ্রহণে সোনাপুর চৌরাস্তা মোড় থেকে ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মোলুভী বাজার, কাট বাজার, কলা বাজার, পাটবাজার হয়ে নূর প্লাজা চত্ত্বরে এসে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়েছে।
এ সময় বিক্ষোভকারী নেতাকর্মীগন গত ১মার্চ লক্ষ্মীপুর জেলা যুবদল কতৃক রামগঞ্জের উপজেলা ও পৌর যুবদলের ঘোষিত কমিটির বাতিলের দাবি জানান।
এ সময় বিক্ষোভ কারীরা জেলা যুবদলের নেতৃবৃন্দকে অর্থের বিনিময়ে এলডিপি মার্কা কমিটি দিয়ে রামগঞ্জ যুবদলতে ধংস করছে বলে দোষারোপ করেন।
পরে যুবদল নেতা মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অনতিবিলম্বে রামগঞ্জের ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন – উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলা-উদ্দিন বেগ, জেলা যুবদল সদস্য মোর্শেদ আলম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবে সভাপতি শেখ ফারুক, সাধারন সম্পাদক এমরান হোসেন রাসেল, মহিলানেত্রী নয়ন আক্তার প্রমুখ।