রায়পুরা (নরসিংদী ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জামাল আহমেদ চৌধুরীর উদ্যোগে রায়পুরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।
প্রথমে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা পূজা মন্ডপ, মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি বাজারের পূজা মণ্ডপ, পিরিজকান্দি ঠাকুরবাড়ি পূজা মণ্ডপ, পৌরসভার মৌলভীবাজার পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম.এন জামান, নরসিংদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফাইজুর রহমান,নরসিংদী জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম বাদল, রফিকুল আমিন ভূইয়া রুহেল,রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু,পৌরসভার যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পূজা মণ্ডপে পৌছালে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির লোকজন তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।