রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদী রায়পুরায় পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সরকারী কর্মকর্তা/কর্মচারী, পৌরসভা, রায়পুরা প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, রিপোর্টাস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিএনপির-জামায়াত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, গণকবর জিয়ারত, আলোচনা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা সহ প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসমূহে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার মোঃ আদিল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিএনপি ও জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ।
পরে রায়পুরা পৌরসভা মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।