মো: তৌফিকুল হক (রায়পুরা) নরসিংদী : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রায়পুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে, রাত ১২ টা ১ মিনিটে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে এক এক করে রায়পুরা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলের অঙ্গ সংগঠন সমূহ, রায়পুর প্রেসক্লাব, রায়পুরা রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ, মোজাফফর আলী স্মৃতি সংসদ রায়পুরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পগ্গ অর্পণ করেন। সকালে সূর্য উদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠান প্রভাত ফেরি আয়োজন করেন, সকাল ৯ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা ও স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পর উপজেলা পরিষদ মসজিদে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের স্মরণে কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া মাহফিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।