রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : আজ ১০ই ডিসেম্বর বিজয়ের মাস রায়পুরার ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস, এই দিনটি উপলক্ষে রায়পুরা বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গণ কবর জিয়ারত, বিজয় রেলি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় আজ সকাল ৭ (সাত) ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, পরে মুক্তিযোদ্ধা বীর শহীদদের গন কবরত জিয়ারত করা হয়।
সকাল ৮ (আট)ঘটিকায় সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়, রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
সকাল ৯ (নয়) ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাসুদ রানা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব মানিক চৌধুরী, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।